Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan
ভবিষ্যত পরিকল্পনা:
 
২০১৮-১৯ থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত ৫ বছরের ভবিষ্যৎ পরিকল্পনায় কৃষিতে দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে পাশের হার ৯৫% ও তদুর্দ্ধে উন্নীত করা। এছাড়া কৃষি উৎপাদনশীলতা ১.৫ একরে, নার্সারীতে চারার উৎপাদন ৫০,০০০ টি তে, রোপা আমনের বীজতলা ২.০ একরে, অনুৎপাদনশীল পুকুরকে মাছ চাষের আওতায় আনা ও উৎপাদন ২০ মে টনে উন্নীতকরণ এবং ২০টি প্রদর্শনী স্থাপন ও কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ভূমির ব্যবহার ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ। 
 
২০২০-২১  অর্থবছরের সম্ভ্যব্য প্রধান অর্জনসমূহ: 
 
  1.  কৃষিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মোট ১৮০ জন শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা অর্জন।
  2.  পাশের হার ৯০% ও তদুর্দ্ধে উন্নীত করা।
  3.  কৃষিতে উৎদনশীলতা ১০ একরে উন্নীতকরণ।
  4.  প্রদর্শনী স্থাপনের লক্ষমাত্রা ৪ টিতে উন্নীতকরণ।
  5.  নার্সারীতে ৫০০০ চারা উৎপাদন ।
  6.  ক্রপ মিউজিয়ামে ক্রপের সংখ্যা ৫০ এ উন্নীতকরণ।
  7.  রোপা আমনের বীজতলা ১.০ একরে উন্নীতকরণ।